ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ এ শীর্ষে অন্নদা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৬ মে ২০১৯

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ও জিপিএ-৫ এগিয়ে রয়েছে জেলা শহরের প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে পাসের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষায় ৩১২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪২জন।

সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ২১২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১০ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন পরীক্ষার্থী। এ বছর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ১৮৬ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৮১ জন। আর পাসের হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী। সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩২২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১৮ জন। এ বিদ্যালয়ে পাসের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন পরীক্ষার্থী।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন বলেন, ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে আগামী দিনে আরও বেশি জিপিএ-৫ অর্জন করতে পারলে পুরোপুরি সন্তুষ্ট হব।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

আরও পড়ুন