ঝড়ের কবলে পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
বগুড়ায় প্রচণ্ড ঝড়ে গাছ ভেঙে পড়ে শহীদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে শহরতলীর শ্যামবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল শহরের সাবগ্রাম এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন বলে জানা গেছে।
বগুড়া ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, বগুড়ার মহাস্থান থেকে ধানবোঝাই একটি ট্রাক বিকেলে জেলার শেরপুরের দিকে রওনা হয়। ট্রাকটি সোয়া ৫টার দিকে শ্যামবাড়িয়া এলাকায় পৌঁছার পর ঝড়ের কবলে পড়ে। এরপর একটি গাছ ভেঙে ট্রাকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শহীদুলের মৃত্যু হয়।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান