ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৭ মে ২০১৯

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী ছড়া নামক এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী বলে জানা গেছে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটিও জব্দ করা হয়।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

আরও পড়ুন