ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে ৫ মাংস ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৬ মে ২০১৯

কুড়িগ্রামে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রির করায় ৫ মাংস ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। রোববার (২৬ মে) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ ও বিজিবির সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ ভ্রাম্যমাণ আলাদত পরিচালনা করেন। এ সময় তার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Kurigram-Fine

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম পৌরবাজারে গরুর মাংস নির্ধারিত ৪৮০ টাকার পরিবর্তে ৫০০ টাকার মূল্য তালিকা টাঙানোর অভিযোগে ৩ মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা এবং খলিলগঞ্জ বাজারে নির্ধারিত মূল্যের অধিক দামে মাংস বিক্রির অভিযোগে দু্ই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাজমুল হোসাইন/আরএস/পিআর

আরও পড়ুন