সুগন্ধা নদীতে কিশোরীর মরদেহ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মে) বিকেলে সুগন্ধা নদীর সুজাবাদ চর পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, স্থানীয়রা সুগন্ধা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিনে আগে দুর্বত্তরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। কয়েকদিন ভাসতে ভাসতে সুজাবাদ চর এলাকায় এসে আটকে গেছে। মৃতদেহের মুখমণ্ডলে রক্ত জমে আছে। তার পরনের কমলা রঙয়ের সেলোয়ারটি খোলা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আতিকুর রহমান/এনডিএস/জেআইএম