ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার ধামরাইয়ের বালিয়াতে যাত্রীবাহী বাসের চাপায় আশিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ মে) রাতে কালামপুর-মির্জাপুর আঞ্চলিক সড়কের তেলীগ্রাম এলাকার এ দুর্ঘটনা ঘটে। আশিক ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারিপুর গ্রামের মঞ্জুর ছেলে।
পুলিশ জানায়, কালামপুর থেকে ছেড়ে আসা মির্জাপুরগামী একটি বাস তেলীগ্রাম পৌঁছালে অপরদিক থেকে আসা ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আশিক ঘটনাস্থলে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা সম্ভব হয়নি।
আল-মামুন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক