ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে বাসচাপায় দুই পথচারী নিহত

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৩০ মে ২০১৯

বাগেরহাট-খুলনা সড়কের বাদামতলা এলাকায় বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দশানী সার্কিট হাউসের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের তপেল শেখের স্ত্রী মনা বেগম (৬৫) ও বাদামতলা এলাকার ভাড়াটিয়া আলী আজম খানের পাঁচ বছরের মেয়ে রানী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাট ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ফারুক হোসেন জানান, পাঁচ বছরের শিশু রানী ও বৃদ্ধা নারী মনা বেগম দশানী সার্কিট হাউজের সামনের রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত রানীর বাবা আলী আজম বলেন, দাদি শাশুড়ি মনা বেগম আমার মেয়েকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় তারা সার্কিট হাউসের সামনের রাস্তাপার হওয়ার সময়ে একটি বাস তাদের চাপা দিলে তারা নিহত হয়। পরে তিনি খবর পেয়ে বাগেরহাট সদর হাসপাতালে দুইজনের মরদেহ দেখতে পান। তিনি ঘাতক বাস চালককে আটকের দাবি জানিয়েছেন।

বাগেহরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতফ উদ্দিন বলেন, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

শওকত বাবু/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন