গাজীপুরে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরে বিলের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহতরা হলো, কাপাসিয়া উপজেলার মৈশাদামনা এলাকার আছমত আলীর ছেলে তামীম (তিন) ও একই এলাকার মামুন মিয়ার মেয়ে সোহানা (৪)।
নিহত সোহানার চাচা বাদল জাগো নিউজকে জানান, সোমবার সকাল ১০টার দিকে অন্য শিশুদের সঙ্গে তামীম ও সোহানা পার্শ্ববর্তী বিলের ধারে খেলতে যায়। এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে তালিয়ে যায়। বাড়ির লোকজন শিশু দুটিকে খুঁজতে গিয়ে বিলের পানিতে ভেসে থাকতে দেখেন।
তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই বাড়ির দুটি শিশু পানিতে ডুবে নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু