সরকারের সঠিক পরিকল্পনায় মানুষের কষ্ট লাঘব হয়েছে
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন ঈদে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরছেন। সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে কোথাও এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এবার ঈদে দুর্ভোগের পরিবর্তে আনন্দমুখর পরিবেশে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ। সরকারের সঠিক পরিকল্পনা ঈদে মানুষের কষ্ট লাঘব করেছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মাওয়া ঘাটের সিসি ক্যামরা, ওয়াচ টাওয়ারসহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি ফেরিঘাট, লঞ্চঘাট, স্পিডবোট ঘাট, পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার ও ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর মাহবুবুল ইসলাম, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ও লৌহজং থানার ওসি মনির হোসেনসহ প্রমুখ।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান