অ আ ক খ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ
প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে অ আ ক খ স্কুলের ২১০ জন ছাত্রছাত্রীকে নতুন পোশাক ও ঈদ উপকরণ হিসেবে চাল, ডাল, তেল, লবন, লাচ্ছা সেমাই, চিনি, নুডলস ও সাবান বিতরণ করা হয়েছে।
গত শনিবার সিরাজগঞ্জের দুর্গম যমুনা নদীর চরে ও মঙ্গলবার সাভারে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরু করে অ আ ক খ স্কুল। তখন থেকেই স্কুলটি পথশিশুদের মৌলিক চাহিদা পূরণ করে চলছে।

ঈদে নতুন পোশাক ও ঈদ উপকরণ পেয়ে ছাত্রছাত্রীরা জানায়, ঈদে আমরা টাকার অভাবে নতুন পোশাক কিনতে পারি না। ঈদের দিন আমাদের বাসায় চুলা জ্বলে না। অ আ ক খ স্কুলের এসব উপকরণ দেয়ার কারণে ঈদে আর কষ্ট থাকবে না।
পঞ্চম শ্রেণির ছাত্রী সেলিনার মা বেলজম বেগম বলেন, আমরা দিনমজুর। সন্তানদের পোশাক কিনে দিতে বা ভালো খাবার খাওয়াতে পারি না। কষ্টে বুকটা ফেটে গেলেও কিছু করবার পারি না। অ আ ক খ স্কুল আমাদের সন্তানদের ফ্রি পড়াশোনা করানোর পাশাপাশি স্কুল ড্রেস, ব্যাগ, বই, খাতা, কলম, পেন্সিল ফ্রি দেয় এবং প্রত্যেক উৎসবে স্কুলের ছাত্রছাত্রীদের নতুন পোশাক এবং বাজার করে দেয়।

স্কুলটির স্বেচ্ছাসেবক জাকির হোসেন মানিক বলেন, অ আ ক খ স্কুলের ছাত্রছাত্রীদের নতুন পোশাক এবং ঈদ উপকরণ কিনে দিতে বড় অংকের টাকা খরচ হয়। এবারেও প্রচুর টাকা ব্যয় হয়েছে। মূলত টেক্সপ্রেগো নামক একটি তৈরি পোশাক শিল্পের কোম্পানির সহযোগিতার কারণে আমরা এতবড় আয়োজন করতে সক্ষম হয়েছি। পাশাপাশি বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর পাঠানো অর্থ দিয়ে আমরা ছাত্রছাত্রীদের জন্য কাজগুলো করে থাকি। সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে বাংলাদেশে কোনো পথশিশু থাকবে না। তাছাড়া অন্যের জন্য কিছু করতে পারলে মনে প্রশান্তি অনুভূত হয়।
এমএএস/এমএস