ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরের বিভিন্ন গ্রামে ঈদ

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৪ জুন ২০১৯

 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও শেরপুরের বিভিন্ন এলাকার মানুষ মঙ্গলবার আগাম পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করেছে।

শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল ও গোবিন্দনগর ছয়আনিপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়ণখোলা গ্রামসহ ৯টি এলাকায় পৃথকভাবে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করা হয়।

আহলে হাদিসপন্থী এবং সুরেশ্বর দরবার শরিফের ভক্ত-অনুসারীরা এসব আগাম ঈদ উদযাপন করেন। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পৃথক ওইসব এলাকায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। প্রত্যেকটি ঈদের জামাতে দেড়শ থেকে ২০০ জনের মতো মুসল্লি অংশ নেয়। এসব ঈদ জামাতে পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও অংশ নেয়। নামাজের পর পারস্পরিক কোলাকুলি শেষে তারা প্রীতিভোজে অংশ নেন।

নকলা উপজেলার চরকৈয়া এলাকার আগাম ঈদ জামাতের মাঠের আয়োজক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সামছুল হক বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরে রোজা ও ঈদের জামাতসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম পালন করে আসছি।

চরকৈয়া মাঠের আগাম ঈদ জামাতে ইমামতি করেন মো. সারোয়ার জাহান। তিনি বলেন, নকলা থানা পুলিশের পক্ষ থেকে মাঠে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনকারীর সংখ্যা ধীরগতিতে বাড়ছে।

উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবৎ শেরপুরের ওইসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন হয়ে আসছে।

হাকিম বাবুল/এমএএস/এমএস

আরও পড়ুন