ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়াকৈরে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৪ জুন ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- রংপুরের পীরগাছা এলাকার রিয়াজুল ইসলাম (২৫) ও দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার মো. ওসমান আলী (৩৫)।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, তিনি ও তার সঙ্গীরা সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে গজারি বনে ১৩-১৪ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মহাসড়কে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের দুই সদস্যকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/জেআইএম

আরও পড়ুন