ঈদের দিন নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে ঈদের দিন গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্রী আয়শা আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।
আয়শা আক্তার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার আব্দুল মজিদের মেয়ে। ঘিওর উপজেলার তরা এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহাব নিখোঁজ ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন সকালে সমবয়সী আরও তিনজনের সঙ্গে তরা এলাকায় কালীগঙ্গা নদীতে গোসল করতে যান আয়শা। এ সময় স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান তিনি। প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান পাননি।
শুক্রবার সকালে ঘটনাস্থলের ২০০ গজ দূরে তরা ব্রিজের পাশে আয়শার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন। আয়শা আক্তার এ বছর এসএসসি পাস করে সাভারের একটি কলেজে ভর্তি হন।
বি.এম খোরশেদ/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান