নাটোর কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি
নাটোর জেলা কারাগারে মাদক মামলার আসামি এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত হাজতি শহরের কানাইখালী মহল্লার সিদ্দিকুর রহমান ওরফে গুল্লু মিয়ার ছেলে মেরাজুল ইসলাম মুক্তা (৩৮)।
জেল সুপার আব্দুল বারেক জানান, গত ১৯ এপ্রিল একটি মাদক মামলায় মুক্তা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। রোববার বিকেলে মুক্তার বুকে ব্যথা অনুভূত হয়। বিষয়টি কারা কর্তৃপক্ষ জানার পর দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মুক্তা মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের