ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাবিকে কুপিয়ে হত্যা মামলায় দেবর আজহারুল ইসলাম ওরফে মিলনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সকালে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম ওরফে মিলন পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ছায়ামুদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুন পারিবারিক বিরোধের জের ধরে আজহারুল ইসলাম তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত তাসলিমার ভাই সাহাবুদ্দিন বাদী হয়ে একইদিন আজহারুল ইসলামকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান ও আসামি পক্ষে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মামলা পরিচালনা করেন।
নূর মোহাম্মদ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ২ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৪ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৫ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা