গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, পালালেন স্বামী
সাভারের আশুলিয়ায় জেসমিন বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে তার স্বামী এ কাজ করেছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
বুধবার দুপুরে আশুলিয়ার মির্জানগরের গোড়াপীর এলাকার খালেক মিয়ার বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং তার গ্রামের বাড়ি ধামরাইয়ের কালামপুরে।
গৃহবধূর স্বামীর পরিচয় এখনও জানা যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাছাড়া নিহতের মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান