ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০২:৪৯ এএম, ২০ জুন ২০১৯

 

খুলনার রূপসা উপজেলার আঠারো বেকি নদীর সামন্তসেনা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‌‘স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ওসি জানান, ধারণা করা হচ্ছে মানুষ মানসিক ভারসাম্যহীন। কেননা তার গায়ের সব পোশাক ছেড়া রয়েছে।

আলমগীর হান্নান/এমআরএম

আরও পড়ুন