রাজশাহীতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭০
রাজশাহীতে বাপ্পি হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে নগরীর বহরমপুর এলাকা থেকে বাপ্পিকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার বাপ্পি হোসেন নগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর বউবাজার এলাকার বাবুল হোসেনের ছেলে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুপুরের দিকে তাকে আদালতে নেয়া হয়েছে।
অন্যদিকে নিয়মিত অভিযানে শুক্রবার রাতভর ৬৯ জনকে গ্রেফতার করেছে নগর ও জেলা পুলিশ। শনিবার দুপুরের দিকে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, এই অভিযানে নগর পুলিশ গ্রেফতার করেছে ৩৫ জনকে। বাকি ৩৪ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানিয়েছেন, আরএমপির অভিযানে গ্রেফতারদের ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছে ১৫ জন। শনিবার দুপুরের দিকে এদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানিয়েছেন, জেলায় গ্রেফতারদের মধ্যে ২৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলায় শনিবার এদের জেলহাজতে পাঠায় পুলিশ।
ফেরদৌস সিদ্দিকী/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ
- ২ মামলা সংক্রান্ত জটিলতায় জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বাতিল
- ৩ ৯৯ লাখ টাকার সম্পদের মালিক রফিকুল ইসলাম খান, বার্ষিক আয় ১৫ লাখ
- ৪ জামায়াতের প্রার্থী হাফিজের আছে উপহারের ২০ ভরি সোনা
- ৫ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে