নোয়াখালীতে হ্যান্ডট্রলি চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
প্রতীকী ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হ্যান্ডট্রলির চাপায় এক অজ্ঞাত নারীর (৭৫) মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) রাত সাড়ে সাতটার দিকে বসুরহাট বাজারের জিরো পয়েন্ট মোড়ের স্বপ্ন ইলেকট্রনিক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিষিদ্ধ হ্যান্ডট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বসুরটহাট বাজারের জিরো পয়েন্টে ওই নারীকে চাকায় পিষ্ট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হ্যান্ডট্রলির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
মিজানুর রহমান/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান