ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়র লিটনের ওপর হামলা, পৌরভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৪ জুন ২০১৯

শেরপুরের নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান লিটনের ওপর হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত ও গলা টিপে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

পৌর মেয়র লিটন বাদী হয়ে রোববার রাতে নকলা থানায় মামলাটি করেছেন। মামলায় সদ্যসমাপ্ত নকলা উপজেলা নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের বড় ভাই শাহ মো. ফুয়াদসহ পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- রাকিব হাসান (২২), সেলিম হাসান ওরফে জীবন (২০) এবং শাহরিয়ার তালুকদার সৌরভ (২২)।

রোববার সন্ধ্যায় অফিসের কাজ সেরে একটি মোটরসাইকেলে উপজেলা শহরে আসছিলেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। পৌরসভার প্রধান ফটকের সামনে এলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের বড় ভাই শাহ মো. ফুয়াদ লোকজন নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তার মোটরসাইকেলের ওপর হামলা করে মাটিতে ফেলে দিয়ে লাঞ্ছিত করে গলা টিপে ধরে হত্যার চেষ্টা চালানো হয়। এ সময় সহকর্মীরা এগিয়ে এলে পৌর মেয়র লিটন প্রাণে রক্ষা পান।

সোমবার পৌর ভবনের সদস্যরা নকলা পৌরসভা ভবনে তালা ঝুলিয়ে মেয়র লিটনের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচার দাবি করেন।

পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এদিন কর্মবিরতি পালন করা হয়। যে কারণে এদিন পৌরসভার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। কর্মবিরতি চলাকালে অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল হাসান, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

নকলা পৌরসভার কাউন্সিলর ছায়েদুর রহমান বলেন, পৌর মেয়রের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত নকলা পৌরসভার সব দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।

তবে পৌর সচিব মনিরুল হাসান বলেন, মেয়রের অনুরোধে জনদুর্ভোগ বিবেচনায় মঙ্গলবার থেকে দাপ্তরিক কাজ চললেও মেয়রের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে।

নকলা থানা পুলিশের ওসি (তদন্ত) সজীব রহমান বলেন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মেয়র লিটন বাদী হয়ে একটি মামলা করেছেন।

হাকিম বাবুল/এএম/এমকেএইচ

আরও পড়ুন