পিকআপ ভ্যানচাপায় লক্ষ্মীপুরে শিশু নিহত
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় পারভেজ হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ সদর উপজেলার চর রমনী এলাকার মো. খোকনের ছেলে। পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মজুচৌধুরীর হাটের সাইফিয়া দরবার শরীফ এলাকায় পারভেজ ফসলের মাঠ থেকে আখ কেটে রাস্তার পাশে রাখছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান পারভেজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভ্যানটি আটক করা হয়।
কাজল কায়েস/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল