ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৮ জুন ২০১৯

বগুড়া শহরতলীর বুজরুক বড়িয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের পলাশবাড়ি গ্রামের সোনা মিয়ার ছেলে আল আমিন (২৮) ও বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের মনছের আলীর ছেলে বিপ্লব হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নষ্ট ট্রাক মহাসড়কের পাশে থামিয়ে মেরামত করা হচ্ছিল। ওই ট্রাকের সামনে দুজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় ওই ট্রাকের চালক ও হেলপার ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের সামনের অংশ কেটে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরএআর/এমকেএইচ

আরও পড়ুন