আশুলিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
আশুলিয়ার জিরাবো এলাকা থেকে নাহিদা আক্তার সুমি (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) গভীর রাতে জিরাবো নামাপাড়া ডাক্তার বাড়ি থেকে তার মরদেহে উদ্ধার করা হয়।
নাহিদা নরসিংদী জেলা সদর থানার মহিবেড় গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। তিনি জিরাবো এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দুই মাস আগে সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বলেন, নিহত নাহিদা আক্তার ওই এলাকার হাজী আব্দুল হাসেমের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার গভীর রাতে নিজ কক্ষে আড়ার সঙ্গে নাহিদার ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আল-মামুন/সাভার/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ