খোলা বাজারে বিক্রিকালে ছয় কোটি টাকার কাপড় আটক
খোলা বাজারে বিক্রির সময় তিনটি কার্ভাড ভ্যানসহ ছয় কোটি টাকার কাপড় আটক করেছে শুল্ক গোয়েন্দারা। এসব কাপড় বন্ড সুবিধায় আমদানি করা হয়েছিল।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর টেরিবাজার থেকে কাপড়সহ কাভার্ড ভ্যান তিনটি আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, শুল্কমুক্ত (বন্ড) সুবিধায় আনা ছয় কোটি টাকার কাপড় খোলাবাজারে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাপড় বোঝাই তিনটি কাভার্ড ভ্যান আমরা আটক করি।
তবে কাভার্ড ভ্যানে কাগজপত্র না থাকায় আমদানিকারক প্রতিষ্ঠান সর্ম্পকে কোন তথ্য জানা যায়নি। আটককৃত কাপড়ের মধ্যে তিনটি রঙের স্যুট, শার্ট ও গেঞ্জির কাপড় রয়েছে।
এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল