খোলা বাজারে বিক্রিকালে ছয় কোটি টাকার কাপড় আটক
খোলা বাজারে বিক্রির সময় তিনটি কার্ভাড ভ্যানসহ ছয় কোটি টাকার কাপড় আটক করেছে শুল্ক গোয়েন্দারা। এসব কাপড় বন্ড সুবিধায় আমদানি করা হয়েছিল।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর টেরিবাজার থেকে কাপড়সহ কাভার্ড ভ্যান তিনটি আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, শুল্কমুক্ত (বন্ড) সুবিধায় আনা ছয় কোটি টাকার কাপড় খোলাবাজারে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাপড় বোঝাই তিনটি কাভার্ড ভ্যান আমরা আটক করি।
তবে কাভার্ড ভ্যানে কাগজপত্র না থাকায় আমদানিকারক প্রতিষ্ঠান সর্ম্পকে কোন তথ্য জানা যায়নি। আটককৃত কাপড়ের মধ্যে তিনটি রঙের স্যুট, শার্ট ও গেঞ্জির কাপড় রয়েছে।
এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ