ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে বিমানবন্দর সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১১ জুলাই ২০১৯

চট্টগ্রামে বিমানবন্দর সড়কের পাশে অবৈধভাবে রুবি সিমেন্টের গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সিমেন্ট ক্রসিং এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। তাকে সহায়তা করেন সেনাবাহিনীর সদস্যরা।

ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী জানান, নগরীর সিমেন্ট ক্রসিং মোড় থেকে রুবি সিমেন্টে কারখানার মূলগেট পর্যন্ত একটি নালা আছে। এ নালা দিয়ে এলাকার বৃষ্টির পানি কর্ণফুলী নদীতে পড়তো। কিছুদিন আগে রুবি সিমেন্টে কর্তৃপক্ষ তাদের কারখানা লাগোয়া নালাটির উপরে স্লেব বসিয়ে দখলে নেয়। কিছুদিনের মধ্যে নালাটি বালিতে ভরে বন্ধ হয়ে যায়। এ সুযোগে তারা সিমেন্ট ক্রসিং মোড় থেকে নালার মুখ পর্যন্ত প্রায় ১৮ ফুট জায়গা দখল করে গেট, গার্ড রুম তৈরি করে।

এদিকে বর্ষা শুরুর পর ভরাট নালার কারণে ওই এলাকার পানি নামতে পারছে না। যে কারণে বিমানবন্দর সড়কসহ আশপাশে পানি জমে যাচ্ছে। এ জলাবদ্ধতার কারণে বিমানবন্দর সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সিডিএর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। পরে নালাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বুঝিয়েও দেয়া হয়েছে।

আবু আজাদ/এএইচ/পিআর

আরও পড়ুন