ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চম দিনের মতো মেহেরপুর থেকে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১০:১৮ এএম, ১৫ জুলাই ২০১৯

বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরে টানা পঞ্চম দিনের মতো আন্তজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কের যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বর্তমান নিয়মে শ্রমিকদের ৩৬ দিন গাড়ি চালিয়ে ৪৬ দিন বসে থাকতে হয়। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। তাই মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দুইবার বাস চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি তাদের। এটি তাদের যৌক্তিক দাবি বলেও মনে করেন তিনি।

আর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলছেন, কারও সঙ্গে কথা না বলেই শ্রমিকরা বার বার বাস চলাচল বন্ধ করে দেয়। বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া যায় না।

মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলছেন, সবার সঙ্গে একসাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১১ জুলাই থেকে বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আসিফ ইকবাল/আরএআর/পিআর

আরও পড়ুন