মোটরসাইকেল কেড়ে নিল শিশু সিয়ামের প্রাণ
প্রতীকী ছবি
পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সিয়াম (৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরের সুবিদখালী বাজারে আলহেরা নূরাণী মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম সুবিদখালী বাজারের বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে। সে আলহেরা নূরাণী মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসার সামনের সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সিয়ামকে ধাক্কা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে রাখা হয়েছে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাছুমুর রহমান বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই চালক পালিয়ে যায়। তবে মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা