ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে শিগগিরই পাইপ লাইনে গ্যাস আসছে : হুইপ ইকবালুর রহিম

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২০ জুলাই ২০১৯

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দিনাজপুরে শিগগিরই পাইপ লাইনে গ্যাস আসছে। ইতোমধ্যেই তা অনুমোদন হয়েছে। রামসাগর পর্যন্ত পাইপ লাইনে এই গ্যাস সরবরাহ করা হবে।

শনিবার শহরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ রোডে নিমতাড়া (আনন্দ সাগর) সংলগ্ন এলাকায় জেলার প্রথম গ্রিন এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

dinajpur-(2).jpg

হুইপ ইকবালুর রহিম বলেন, দিনাজপুর শহরের রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আড়াইশ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। যা অচিরেই বাস্তবায়িত হবে। এছাড়া ঐতিহাসিক রামসাগরকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ককে ৪ লেনে উন্নিত করতে সাড়ে ৮শ কোটি টাকার টেন্ডার আহ্বান করেছে সরকার।

তিনি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারের হাত ধরে দেশে এসেছে নজিরবিহীন সাফল্য। কিন্তু দিনাজপুরে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পৌর মেয়র কোনো কাজ করছেন না। তিনি একটি কথাই শিখেছেন- বর্তমান সরকার আমাকে কাজ করতে দেয় না। এই অজুহাত দিয়েই তিনি পৌরবাসীকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। দিনাজপুর পৌরবাসী বছরে ৮ থেকে ১০ কোটি টাকা ট্যাক্স দিয়ে থাকেন, এই ট্যাক্সের টাকা যায় কোথায়? ইচ্ছে করলে তিনি এই টাকা দিয়েই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করে পৌরবাসীকে ময়লা-আবর্জনা থেকে মুক্ত করতে পারেন।

dinajpur-(2).jpg

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর র‌্যাব-১৩ এর কমান্ডার মো. সিদ্দিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবীর সোহাগ, গ্রিন এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারিসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসাইন প্রমুখ।

এমদাদুল হক মিলন/এমবিআর/এমএস

আরও পড়ুন