হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আমতৈল ইউনিয়নের চকেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের হযরত আলীর ছেলে তানজিন আহম্মেদ (৪) এবং আইয়ুব আলীর ছেলে জিহাদ হোসেন (৪)। সম্পর্কে তারা দুইজন চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে তানজিন ও জিহাদ স্থানীয় আমতৈল বাজারে চুল কাটাতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বন্যার পানিতে নেমে খেলা করতে থাকে। এ সময় স্রোতের টানে তানজিন পানিতে ভেসে যায়। তাকে বাঁচাতে গিয়ে জিহাদও স্রোতের টানে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভাটি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রকিবুল হাসান রুবেল/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে
- ২ কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল
- ৩ রেজা কিবরিয়ার চেয়ে সম্পদে এগিয়ে স্ত্রী
- ৪ যশোরে বিএনপি-ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল
- ৫ মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল