চট্টগ্রাম বন্দরে পানি সরবরাহকারী জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরে পানি সরবরাহকারী একটি জাহাজ ডুবে গেছে। রোববার ভোর পাঁচটার দিকে ১৩ নম্বর জেটি এলাকায় এমভি মশক নামে জাহাজটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে।
বন্দরের দেশি-বিদেশি জাহাজে পানি সরবরাহ করতো জাহাজটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম এ খবর নিশ্চিত করেছেন। তবে জাহাজের নাবিকরা নিরাপদে রয়েছে বলে জানান তিনি।
জাহাজটি ডুবে যাওয়ায় বন্দর চ্যানেলে কোন সমস্যা হচ্ছে না উল্লেখ করে এটি উদ্ধারের তৎপরতা চলছে বলে জানান তিনি। এ ছাড়া জাহাজটি ডুবে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান।
এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই