দুর্নীতিবাজরা আর ক্ষমতায় আসতে পারবে না : মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া নিজেকে তিনবারের প্রধানমন্ত্রী দাবি করেন। অথচ তার নিজ নির্বাচনী এলাকায়ও কোনো উন্নয়নকাজ হয়নি। বর্ষা শুরু হলে এলাকার মানুষ মুহুরী-কহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে বন্যার পানিতে তলিয়ে যায়। বরাদ্দের টাকা তারা লুটেপুটে খেয়েছে। এতিমের টাকা খেয়ে জেলে আছে। দুর্নীতিবাজরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। ফেনীতে কিছু লোক স্লোগান দেয় ‘ফেনীর মেয়ে খালেদা-গর্ব মোদের আলাদা’। কী নিয়ে গর্ব করেন? এলাকায় তিনি কি উন্নয়ন করেছেন?
শনিবার দুপুরে ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধনিকুন্ডা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম দাখিল মাদরাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। পদ্মা সেতুর করবে বলেছেন, পদ্মা সেতু হচ্ছে। দুর্নীতির ধুয়া তুলে কানাডার আদালতে মামলা করা হয়। সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। সেতু নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। বঙ্গবন্ধু হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার বিচার হয়েছে। কিন্তু ক্ষমতায় থেকেও বিএনপি জিয়াউর রহমানের হত্যার বিচার করেনি। খালেদা জিয়া দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকেও তার স্বামী হত্যার বিচার হোক তা চাননি, তিনি ও তার ছেলে সাক্ষ্যও দেননি।
তিনি আরও বলেন, ফেনীর মানুষ ভাতও চায় না, কাপড়ও চায় না। জননেত্রী শেখ হাসিনা গত ১০ বছরে সেটির সমাধান দিয়েছেন। এখন ভাত-কাপড়ের অভাব নেই। তারা চায় বন্যা সমস্যার স্থায়ী সমাধান। বিশ্ব মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে যদি পদ্মা সেতু হতে পারে, ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বন্যা সমস্যারও স্থায়ী সমাধান হবে।
মতিয়া চৌধুরী বলেন, এখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ি হলেও তিনি এই বাঁধ করেননি। তবে এখন আওয়ামী লীগ সরকারের সময় এখানকার নদী খননও হবে, বাঁধও হবে। মানুষের দুর্ভোগ ও দুর্দশা লাঘব হবে। এজন্য শেখ হাসিনার সরকার বরাদ্দ দিয়েছে।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলী, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাশেদুল হাসান/আরএআর/এমএস