গাজীপুরে ট্রাকচাপায় কারখানার কর্মকর্তা নিহত
গাজীপুরের লক্ষীপুরা এলাকায় ইন্ট্রামেক্স সোয়েটার কারখানার অভ্যন্তরে সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল সিরাজগঞ্জের কামারখন্দ থানার আলোকদিয়ার এলাকার বুদ্দু মিয়ার ছেলে।
কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মোক্তারুল ইসলাম জাগো নিউজকে জানান, সোমবার দুপুর সোয়া দুইটার দিকে কারখানার নির্মাণ কাজের জন্য আনা সেভেন রিং কোম্পানির একটি ট্রাক সিমেন্ট অনলোড করার জন্য পেছনে দিকে যাচ্ছিল। এ সময় দুপুরের খাবার খেয়ে কারখানার ঢোকার পথে ব্যাক গিয়ারে যাওয়া ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পেছনে থাকা মনিরুল ট্রাকের চাকায় পিষ্ট হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরুল স্থানীয় লক্ষীপুরা এলাকায় বদরুল আলমের বাসায় মামার সঙ্গে ভাড়ায় থাকতেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন।
জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া বেগম জাগো নিউজকে জানান, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ