ট্রাকচাপায় যুবক নিহত
মাগুরা সদর উপজেলার ভিটাসাইর এলাকায় ট্রাকচাপায় আসাদুজ্জামান জুয়েল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জুয়েল শহরতলীর শান্তিবাগ এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে। সোমবার রাত ৮টার দিকে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জাগো নিউজকে জানান, রাত ৮টার দিকে মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় নাহার তেল পাম্পের সামনে রাস্তা পার হতে গেলে যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যশোর ট-১১-২০৫০) ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অপর মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান গুরুতর আহত হন।
পরে মিজানুরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মরদেহ ও ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরাফাত হোসেন/এআরএ/আরআ্ইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ