কুয়াকাটা সৈকতে ভেসে এলো যুবকের লাশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মহিপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মাহবুব আলম বলেন, দুপুর দেড়টার দিকে জেলেদের মাধ্যমে সমুদ্রে একটি মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে বলে জানতে পারি। পরে জেলেরা মরদেহটি সৈকতে নিয়ে আসেন। মরদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে। অনেক দিন সমুদ্রে থাকার কারণে চেহারা বিকৃত হয়ে গেছে। নিহতের বয়স ৩৫-৪০ বছর হবে বলে ধারণা করছি।
আরএআর/এমকেএইচ