রাস্তার ওপর উল্টে গেল যাত্রীবাহী বাস
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি ওই বাসের যাত্রী ছিলেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘাটাইলের বানিয়াপাড়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, টাঙ্গাইল থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল একটি বাস। দুপুর ১টার দিকে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী মারা যান। সেই সঙ্গে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান