ডেঙ্গুতে প্রাণ গেল শ্রমিকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরের মনিরামপুরের আব্দুল গাফফার (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি যশোরের নওয়াপাড়ার একটি জুট মিলে কাজ করতেন। গাফফার উপজেলার আম্রঝুটা গ্রামের মৃত আক্কাজ সানার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য প্রভাত চ্যাটার্জী স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল বুধবার ঢাকার আদ্ব-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল গাফফার। তার মরদেহ বৃহস্পতিবার ভোরে নিজ গ্রামে এসে পৌঁছায়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন।
তিনি আরও জানান, গত ১৭ আগস্ট প্রচণ্ড জ্বর আসায় আব্দুল গাফফারকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট ঢাকার আদ্ব-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ