বাঁচানো গেল না তামিমকে
চিকিৎসকদের নানা প্রচেষ্টার পরও সড়ক দুর্ঘটনায় আহত শিশু তামিমকে (৪) বাঁচানো গেল না। ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার বিকেলে না ফেরার দেশে চলে গেল তামিম। সে রামু উপজেলার হিমছড়ির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
তামিমের নিকটাত্মীয় নোবেল জানান, গত ১৩ আগস্ট (মঙ্গলবার) বিকেলে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্ট দিয়ে রাস্তা পার হচ্ছিল তামিম। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তামিম। তাৎক্ষণিক তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসকরা। সেখানে ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে তামিম।
এদিকে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়িটি আটক করে হিমছড়ি ফাঁড়ির পুলিশ। তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান