ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৬ আগস্ট ২০১৯

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা আড়াইটার দিকে তাকে স্কুল থেকে আটক করে পুলিশ।

ছাত্রীর বাবা অভিযোগ করেন, রোববার শারীরিক শিক্ষা বিষয়ের ওই শিক্ষক দেয়ালে ঠেসে ধরে আমার মেয়ের কপালে চুমু খায়। মেয়ে বাড়ি এসে আমাদের বিষয়টি জানায়। বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েছি। প্রধান শিক্ষক সোমবার সকালে স্কুলে যেতে বলেন। আমি স্কুলে না গিয়ে থানায় অভিযোগ করি।

এ বিষয়ে নাটোর থানা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক আব্দুল হাকিমকে আটক করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আখতারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

আরও পড়ুন