ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কে প্রাণ গেল দুই শ্রমিকের

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৭ আগস্ট ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শাহ সিমেন্টের মিকচার মেশিনের গাড়ি ও ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার নন্দন পার্ক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নজরুল (৪০) ও জারজিদ হোসেন (৩৫)। তারা উভয়েই স্থানীয় একটি কারখানার শ্রমিক।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে নন্দন পার্ক এলাকায় টাঙ্গাইলগামী শাহ সিমেন্টের মিকচার মেশিনের গাড়ির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

আরও পড়ুন