ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

থাইল্যান্ড-কোরিয়া যাচ্ছেন ২৬ পৌর মেয়র

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৮ আগস্ট ২০১৯

বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিকদের সেবার মানোন্নয়ন এবং সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয়ে দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড সফরে যাচ্ছেন শেরপুর পৌর মেয়রসহ দেশের ২৬ পৌরসভার মেয়র। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও উন্নতিকরণ প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় তারা এ সফরে যাচ্ছেন।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়া ১০ দিনের ওই সফরের প্রথম পাঁচ দিন দক্ষিণ কোরিয়া ও পরবর্তী পাঁচ দিন থাইল্যান্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন ও এ সম্পর্কে ধারণা নেবেন তারা।

বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এ তথ্য জানান।

Sherpur-Mayor

এ সময় তিনি ওই দুই দেশের ময়লা-আবর্জনার ডাম্পিং, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক জীবনমানসহ নাগরিক সেবার উন্নয়নের মডেলগুলোকে দেশে এসে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সচিব আবু লায়েছ মো..বজলুল করিম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান এবং অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য অস্টমিতলা এলাকায় মৃগী নদীর তীরে এডিবির অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং স্টেশন নির্মিত হচ্ছে।

হাকিম বাবুল/এমবিআর/পিআর

আরও পড়ুন