ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৯ আগস্ট ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে কালীগঞ্জের বেথুলি গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ কালীপদ ঘোষ (৭০), অনিতা ঘোষ (৫৫), নারায়ন ঘোষ (৪২), জয় কৃষ্ণ (৩৮), লিলি ঘোষ, তিথিসহ (৩) সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রতিবেশী নিশিত ঘোষ জানান, সন্ধ্যায় বাড়িতে ফিরে স্ত্রীর কাছে শুনে তিনি ওই বাড়িতে যান। গিয়ে দেখেন কালীপদসহ পরিবারের সবাই মারাত্মক অসুস্থ। এ সময় তিনি গ্রামের লোকজনের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসেন।

jhenidah

স্থানীয় সূত্রে জানা যায়, কালীপদ ঘোষের পরিবারের সবাই সকালের খাবারে সবজি রান্না করে খেয়েছিলেন। দুপুরের পর থেকেই তারা সবাই অসুস্থ বোধ করতে থাকেন। এক পর্যায়ে সন্ধ্যায় কালীপদ ঘোষের স্ত্রী অনিতা ঘোষ অচেতন হয়ে পড়েন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুলতান আহমেদ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা আশঙ্কামুক্ত।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

আরও পড়ুন