প্রাইভেট কারে মিলল ৭২০ বোতল ফেনসিডিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭২০ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সূত্রে জানতে পারি কতিপয় মাদক কারবারী কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সেই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে র্যাব মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি শুরু করে। এ সময় কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্টো-খ ১১-৩২৭৬) গতিবিধি সন্দেহ হলে র্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। এ সময় ড্রাইভার গাড়ি না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি বলেন, তখন র্যাব ধাওয়া করে গাড়িটি আটক করে। এ সময় কিশোরগঞ্জ জেলার পটিয়াদী উপজেলার মশুয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে নাহমাদুজ্জামান ওরফে আরিয়ান ওরফে ফরেনকে (২৫) আটক করে।
তিনি আরও বলেন, পরে তল্লাশি করে গাড়ির ভেতরে অভিনব কায়দায় লুকানো ৭২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সেটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা ও জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
রাশেদুল হাসান/এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়