ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেন আর নেই

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ৩১ আগস্ট ২০১৯

সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মো. আমজাদ হোসেন (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হদরোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, আমেরিকা প্রবাসী এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে শেরপুর শহরের নয়ানী বাজারের বাসায় বাথরুমে যাওয়ার সময় পিছলে পড়ে হৃদরোগে আক্রান্ত হন আমজাদ হোসেন। জেলা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পথে টঙ্গী এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

জানা যায়, শেরপুর শহরের শীতলপুর এলাকায় জন্মগ্রহণকারী মো. আমজাদ হোসেন রাজনীতির পাশপাশি ব্যবসা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে অবিভক্ত জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে শেরপুর কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেরপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি শেরপুর উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও রোটারি ক্লাবের সভাপতি এবং জেলা যুবলীগ, রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি ছিলেন আমজাদ হোসেন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার সভাপতি আসাদুজ্জামান রৌশন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ও সেক্টর কর্মান্ডারস ফোরামের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

হাকিম বাবুল/এএম/এমএস

আরও পড়ুন