বরিশালে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশাল নগরীর বগুড়া রোড এবং মুন্সীর গ্যারেজ এলাকায় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ কেজি পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদফতরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. রউফ মিয়া।
পরিবেশ অধিদফতরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে খলিল স্টোর, খান স্টোর, স্নেহা ডিপার্টমেন্টাল স্টোর, সৌরভ স্টোরের মালিককে দুই হাজার টাকা করে আর তালুকদার স্টোর ও আকন স্টোরের মালিকদের এক হাজার টাকা এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয় আকরাম হোটেল ও বৈরাগী হোটেলের সত্ত্বাধিকারীকে।
এসব দোকান থেকে ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় বলে জানান, পরিবেশ অধিদফতরের পরিচালক সুকুমার বিশ্বাস।
সাইফ আমীন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ