ট্রাকচাপায় প্রাণ গেল অধ্যক্ষসহ দুইজনের
ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশপুর পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ তোফাজ্জল বারী বুলবুল (৪৫) ও শাজাহানপুরের মহিষমারার নুরুল ইসলাম শেখ (৪২)। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে বগুড়ামুখী একটি ট্রাক গোহাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন তিনজন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন।
লিমন বাসার/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত