৫০ যাত্রী নিয়ে খাদে সুন্দরবন পরিবহনের বাস
মাদারীপুরের শিবচরে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
শিবচর ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সুন্দরবন পরিবহনের বাসটি শিবচর উপজেলার দত্তপাড়া আড়িয়াল খাঁ নদের হাজী শরীয়তউল্লাহ সেতুর টোল প্লাজার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ