পটুয়াখালীতে নববধূসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু
পটুয়াখালীর নববধূসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, মঙ্গলবার সকালে দুমকি উপজেলা পরিষদ এলাকায় আমির হোসেন প্যাদার বাড়ির নির্মাণ কাজ চলছিল। সকাল সাড়ে ৭টার দিকে তার ছেলে রিয়াদুল মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হন। এ সময় তাকে লুথান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সোমবার রাত ১১টার দিকে কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকা থেকে রিতা মন্ডল নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার রাতে নববধূ রিতা মন্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, রিতা পৌর শহরের চিংগড়িয়া এলাকার বাসিন্দা গৌতম মন্ডলের স্ত্রী। গত ২১ জুন গৌতম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/পিআর