কালিহাতীর ঘটনায় ২ ওসি প্রত্যাহার
ফাইল ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে গত শুক্রবার পুলিশের গুলিতে চার জন নিহতের ঘটনায় কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ও ঘাটাইল থানা পুলিশের ওসি মোখলেছুর রহমানকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে তাদেরকে প্রত্যাহার করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, কালিহাতীতে গত শুক্রবার পুলিশের গুলিতে চার জন নিহতের ঘটনায় কালিহাতী ও ঘাটাইলে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি তদন্ত টিম মাঠে কাজ করছে। তদন্ত যেন বাধাগ্রস্ত না হয় সে জন্যই কালিহাতী থানার ওসি মো. শহিদুল ইসলাম ও ঘাটাইল থানার ওসি মোখলেছুর রহমানকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করে হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ধর্ষকের বিচার চেয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ করে ঘাটাইল ও কালিহাতী উপজেলার বিক্ষুব্ধ জনতা। এসময় পুলিশ এতে বাঁধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ছুড়লে দশজন আহত হন।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ