ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ছবি - ফাইল
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাদেকপুর বিলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্দার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, রাতে উপজেলার সাদেকপুর বিলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমএস