ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হেলমেট না থাকায় ক্রিকেটার তাইজুলকে ২শ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০২ অক্টোবর ২০১৯

হেলমেট ব্যবহার না করায় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে দুইশ’ টাকা জরিমানা করেছে নাটোরের নলডাঙ্গা থানার পুলিশ।

নলডাঙ্গা থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে পুলিশের চেকপোস্ট চলছিল। এসময় ক্রিকেটার তাইজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে নাটোর শহরে থেকে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি হেলমেট না ব্যবহার করায় দুইশ টাকা জরিমানা করা হয়েছে।

তাইজুল স্থানীয় সাংবাদিকদের জানান, হেলমেট বাড়িতে রেখে বিকেলে ঘুরতে বেড়িয়েছিলেন। এ অবস্থায় চেকপোস্টে পৌঁছালে তাকে দুইশ' টাকা জরিমানা করা হয়।

রেজাউল করিম রেজা/এমএএস/পিআর